নিজস্ব প্রতিবেদক, অর্থনীতির খবর ঢাকা :
বিআরটিএর অভিযানে ৩৩০টি মামলা ও, ৩টি গাড়ির ডাম্পিং। সারাদেশে অভিযান চালিয়ে ৩৩০টি গাড়ির নামে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর মধ্যে ৩টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
আজ রবিবার (২১এপ্রিল) দেশের আট বিভাগের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৩০টি মামলায় ৭,৫৭,৩০০/ (সাত লক্ষ সাতান্ন হাজার তিনশত) টাকা জরিমানা আদায় ও ০৩ টি গাড়ীকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।