অর্থনীতির খবর ডেস্কঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ ইউছুফ খান । পদোন্নতির পূর্বে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এ উপ- মহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার (টেকনিক্যাল) হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন।
মোহাম্মদ ইউছুফ খান উপ-মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান হিসাবে এস্টাব্লিশমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইন্ডাষ্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, আগ্রীম ও ঋণ বিভাগের প্রধান হিসাবে প্রধান শাখা, ঢাকা এবং অঞ্চল প্রধান হিসাবে চট্গ্রাম উত্তর অঞ্চল, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল, কুমিল্লায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যবস্থাপক সহ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
জনাব মোহাম্মদ ইউছুফ খান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে বি.এস,সি ইঞ্জিনিয়ারিয়(সিভিল) এ ¯স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে পেশাদার ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।
চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা জনাব খান বাবা,মায়ের সাত সন্তানের মধ্যে প্রথম। তার বাবার নাম মরহুম আমানত খান এবং মায়ের নাম ফেরদৌস বেগম এবং সহধর্মিণীর নাম সালেহা বেগম। তাঁর বড় মেয়ে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (বিসিএস) হিসাবে কর্মরত আছেন। তিনি এমআরসিপি পার্ট-১ ও পার্ট-২ এবং এফসিপিএস পার্ট-১ পাশ করেছেন, মেজো মেয়ে চুয়েট মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত এবং ছোট মেয়ে ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ এর উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত।