মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবাকে আরো গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, চ্যালেঞ্জড পিপলস এবং সিনিয়র সিনিজেনদের জন্য চারটি নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারি, ২০২৩, সোমবার ব্যাংকের স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে মাননীয় সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আফজাল করিম মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ে এই চারটি কাউন্টারের শুভ উদ্বোধন করেন।
স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার জনাব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, জনাব সঞ্চিয়া বিনতে আলী, জনাব মীর মোফাজ্জল হোসেন, জনাব সুভাষ চন্দ্র দাস, কাজী জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম ও জনাব পারসুমা আলম এবং প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, চ্যালেঞ্জড পিপলস এবং সিনিয়র সিনিজেনদের জন্য চারটি নতুন কাউন্টার খোলা হয়েছে। এখন থেকে এসব কাউন্টারে দ্রুত এবং সহজে তাদের সব রকমের ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
প্রাথমিকভাবে সোনালী ব্যাংকের ১৭ (সতের) টি শাখাকে মডেল শাখা হিসেবে রূপান্তর করা হবে। ক্রমান্বয়ে আরো বৃহত্তর পরিসরে দেশের সব প্রান্তে বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে। মডেল শাখায় গ্রাহকেরা আরো দ্রুত এবং সহজে সব ব্যাংকিং সেবা নিতে পারবেন।