নিজেস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেড রমনা শাখার অন্যতম ঋণ খেলাপি পিয়ের লিওন লিমিটেডের এমডি মোহাম্মদ মাহমুদুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্রগ্রামের অর্থঋণ আদালত ।আদেশ সূত্রে জানাজায় সোনালী ব্যাংক লিমিটেডের রমনা শাখায় পিয়ের লিয়ন লিমিটেডের কাছে মোট পাওনা ৬৭, ৬৭,২০,২৩০ টাকা এর বিপরীতে মাহমুদুর রহমান তার পৈতৃক সম্পত্তি মর্গেজ রয়েছে। চট্রগ্রামে অর্থঋণ আদালতে সোনালী ব্যাংক লিমিটেড রমনা শাখার মামলা নং ১৯৮/২০২২ এর প্রেক্ষিতে যুগ্ন জেলা বিচারক মুজাহিদুল ইসলাম এ রায় দেন এবং ইমিগ্রেশন পুলিশ ও বিশেষ পুলিশ শাখাকে ব্যবস্থা নিতে আদেশ দেন ।এপ্রসঙ্গে সোনালী ব্যাংক লিমিটেড রমনা শাখার জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান পিয়ের লিয়ন লিমিটেডএর এমডি দেশ ত্যাগ করার পরিকল্পনা আমরা জানতে পেরে তাৎক্ষণিক ভাবে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দ চেয়ে মামলা করি। আদালত এর পক্ষে রায় দেন। সে পালিয়ে গেলে পুরো ঋণ ঝুঁকির মধ্যে পড়ে যেত ।