
দলকানা জাতি!!! একজন পাঞ্জেরি চাই
(আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী )
যত দলই হোকনা কেন দিন শেষে বাংলাদেশেতো দুই দল ও দুই মার্কাই সব!! আপনি যতই বুঝান পাবলিক এই দুই মার্কার বাহিরে ভোট দেয় না!!!!আর এগুলো তাঁদের রক্তে মিশে গেছে!! ভালোমন্ধ বিচার না করে আজীবন ওই এক মার্কারই সমর্থন করে!!দলকানা জাতি!!! ফেয়ার ইলেকশন হলে এরাই সব ভোট পেয়ে যাবে বারবার !! মানুষ ভুলে যায় এরাই কেউ স্বৈরাচার আবার কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বারংবার সবাই লুটেরা চরিত্র!!! এই জাতি যদি আদৰ্শবান নাগরিক হতো শিক্ষার কদর করতো তবে ডক্টর কামাল কবেই ৩০০ আসনে ভোটে জিততো!!! কিন্তু এই সুশীল নিজের আসনেই ঠিকমতো ভোট পায়না . এবার আসুন বাকি দল নিয়ে ভেবে দেখুন তারা বড় দুইটা দলের সাথে জোট বেঁধে হয়তো দুই এক আসনে জিতেছিল।কিন্তু স্বাধীনতার পর থেকে আজ অবধি কেউ কি এককভাবে জিততে পেরেছিল? সরকার তো দূরে থাক বিরোধী দল গঠন করতে পেরেছিল? নতুন যতই দল আসুক না কেন আগে ভোটারদের চরিত্র পরিবর্তন করতে হবে। এদেশের দুইটা দলের আধিপত্যে মানুষ বন্দী । এই দুই দল বারবার ক্ষমতায় এসে মানুষকে ধোঁকা দিয়েছে, তারপরও মানুষ এদের হাতেই জিম্মি। দেখুন ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম হচ্ছে ডঃ আবুল কালাম সাবেক রাষ্ট্রপতি। বাংলাদেশে কিন্তু এমন একজন লোক নেই কারণ সব লোকই আদর্শগতভাবে কারো না কারো পক্ষে। অর্থাৎ নিরপেক্ষতা কারোর মাঝেই নেই। যদি থাকতো তবে আমরা তা দেখতাম। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্বেও ইসলামী দলগুলোকে বেশিরভাগ মুসলিম ভোটাররাই পছন্দ করে না কারন বেশির ভাগই ধর্মের নামে ব্যবসা করে চলে। নারী নেতৃত্ব হারাম বললেও এই দলগুলো ক্ষমতা পেতে বেশিরভাগ সময় নারী নেতৃত্ব কে মেনে নিয়ে এই দুই দলের সাথে জোট বেঁধেছিল। ফলে মানুষ এদের থেকেও হতাশ হয়েছে। বাকি রইল বাম ডান সমাজতান্ত্রিক দলগুলো এদেরকে নাস্তিক বলে মানুষ ঘৃণা করে। এরা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম নিয়ে কটাক্ষ করে। কিন্তু মরার পর ঠিকই জানাজা নিয়ে কবরস্থ হয়। সুতরাং এই দেশে যত দলই হোক না কেন সবার আগে দরকার সৎ আদর্শবান, নীতিবান ও নীতি-নৈতিকতা সম্পন্ন বিবেকবান রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি হবে পাঞ্জেরী জাতির এই ক্রান্তিলগ্নে দল মত নির্বিশেষে সকলের মন জোগাড় করে উদার হয়ে মানুষের জন্য কাজ করবে এমন রাজনীতিবিদ। পরিশেষে মহান আল্লাহর কাছেই ফরিয়াদ হে আল্লাহ আমাদেরকে ন্যায়পরায়ন সৎ আদর্শবান একজন নেতা দান করুন। যিনি হবেন সকলের কাছে আলামিন। ( আমীন চুম্মা আমীন )
https://www.facebook.com/share/17ixnSzT6k/?mibextid=qi2Omg