
যত নিকৃষ্ট উপমা শুধু নারীর জন্য কিন্তু কাপুরুষের উপমা কি ?
(নারীকে সম্মান দিন কারণ নারী +পুরুষ = মানুষ )
আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী ::
(বর্তমান প্রেক্ষাপটে দৃশ্যপটে বাস্তবতার নিরিখে নারীদের প্রতি অবিচার আর অসম্মান কারীদের মুখোশ ও আমার অনুধাবন তুলে ধরলাম )
৫০ টাকায় কাপড় খুললে নারী হয় বেশ্যা۔۔! কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা۔۔!,
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আবেগে কাপড় খুললে হয় বান্ধবী ۔۔!,
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আর অভাবে কাপড় খুললে হয় মা*গী۔۔۔!,
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
সখিনা,জরিনা খুললে বলে খা*ন*কি۔۔!
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আর সোশ্যাল মিডিয়ায় এঞ্জেল, জেরিনরা ফিগার দেখাইলেই হয় স্মার্ট۔۔۔!
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
বিয়ার আগে খুললে ন*টি۔۔!
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আর বিয়ার পর খুললে মেইন্টেনিং সোসাইটি۔!
কিন্তু তা কার জন্য খুলে ? তার উপমা কি ??
আবার বিবাহিতাকে নিয়েই সে পালিয়ে সম্পর্ক/পরকীয়া করতে ইতস্তত বোধ করে না।
কিন্তু সে কে ? তার উপমা কি ??
কাপড়টা সবাই খোলে, একমাত্র স্বামীর কাছেই পবিত্র ।
নারী লজ্জাবতী কিন্তু তারপরও সেই কাপুরুষ কিছু অর্থ দিয়ে কাপড় খোলায় আর মঝা লুটে ۔۔۔۔!! এই কাপুরুষ নাথাকলে তো পতিতালয় ই হত না ۔۔۔!!
পতিতালয়ের কাস্টমার করা ۔۔۔?? তার উপমা কি ۔۔۔??
আর এই সমাজ কিভাবে দেখছে ۔۔?
কাপড় খুলে কেউ বেশ্যা হয় না ۔۔!
এই কাপুরুষ সমাজই বেশ্যা তৈরি করে ।
কিন্তু ঐ বেশ্যাদের কাছে কারা যায়?
সমাজ তাকে কি নামে ডাকে ۔۔??
নারীর দিকে আঙুল তোলার আগে, ও কাপুরুষ আপনি নিজের দিকে ও তাকান۔۔۔??
আপনি আপনার পরিচয়টা দেন ۔۔۔۔?
নারীর প্রতিটা কুকর্মে কাপুরুষ জড়িত কারণ এক হাতে তালি বাঁজে না, অথচ বেশিরভাগ কাপুরুষই অপরাধ করেও লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু জনসম্মুখে পড়তে হয় নারীকেই ।
কিন্তু যে কাপুরুষ এই কাপড় খুললো সে কি ?
তার উপমা কি ??
ধর্ষিতা কখনওই নিজ ইচ্ছায় ধর্ষণ হয় না,
কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয়, সমাজ তাকে বাঁকা চোখেই দেখে । নষ্টা ভ্রষ্টা উপাদি দে । কিন্তু যে কাপুরুষ এমন অপকর্ম করলো সমাজ তাকে কিছুই বলেন উল্টো সে নিজেকে বীর ভাবে !! কেউ কেউ ধর্ষণে সেঞ্চুরি ও মারে। এই দেশে ধর্ষণের কোন দৃষ্টান্ত মূলক সাজার উদাহরণ নাই ۔۔। তাই সেই কাপুরুষদের কোনো ভয় নেই । তারা একের পর এক ধর্ষণ অপকর্ম করেই চলছে । সেই কাপুরুষ জানোয়ারও তো কোন নারীর গর্ভে জন্ম ۔۔!! তব হিতাহিত জ্ঞান হারিয়ে সেই নারীকেই করে ধর্ষণ !!
বিঃদ্রঃ এইরকম ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত । বাস্তবতা এইরকমই এইভাবে না লিখলে অনেকে বলবে ভাষাগত সমস্যার কারণে বুঝি নাই ।
মনে রাখবেন প্রত্যেক নারীর ভিতর একটি মা এর সত্ত্বা বাস করে, তাকে সম্মান করতে শিখুন। মা ই স্বর্গ ۔۔۔۔!!!
Ashraful Alam Nobel Patowary
AANP নির্বাহী সম্পাদক , দৈনিক অর্থনীতির খবর ۔۔۔