ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তন
করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ মে) লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার প্রজ্ঞাপন জারির পর নতুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সোমবার (২৪ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া গত ১৩ এপ্রিল জারি বাংলাদেশ ব্যাংকের করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।
এদিকে, সোমবার (২৪ মে) থেকে শেয়ারবাজারেরও লেনদেনের সময়ও ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও শেয়ারবাজারে লেনদেন বাড়িয়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত করা হয়েছে।
এর আগে স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে লেনদেন চলত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। করোনার লেনদেন চলত দেড়টা পর্যন্ত।