খেলা ডেস্কঃ
বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোশিয়েশন আয়োজনে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু ২য় জাতীয় পেঞ্চাক সিলাত চ্যাম্পীয়নশীপ-২০২১। শনিবার (২৫ ডিসেম্বর’২০২১) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি।বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়ান দূতাবাসের ডিফেন্স দ্যা এ্যাটাচে কর্নেল চবি মারদিকান, এসোসিয়েশন ব্যাংক অফিসার অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আনিস মুনসী, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক ইয়াছিন আলী, বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর স্পোর্টস এন্ড টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এমরান হোসেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় কমিটির সহ- ক্রীড়া সম্পাদক আব্দুল গফুর দেওয়ান, অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড্যান্ট এর সভাপতি মামুন উর রশীদ এবং অগ্রণী ব্যাংক এর কর্মকর্তা ও বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন সাধারণ সম্পাদক এএসএম তাহমিদুল হক জুয়েল । পূরষ ৭টি ও মহিলা ২টি সহ মোট ৯টি ইভেন্টে ৭টি জেলা ও ২টি প্রতিষ্ঠানের ৭৫জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ঢাকা ৪টি স্বর্ণ ও পিকার্ড স্কুল ২টি রাজশাহী-২টি রংপুর ১টি স্বর্ণপদক অর্জন করে।
এশিয়ান গেমস, সাউথ ইষ্ট এশিয়ান গেমসসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত এর টূর্ণামেন্ট হয়ে থাকে। অলিম্পিক গেমসে অন্তর্ভূক্ত করার জন্য ৭৫টি সদস্য দেশ প্রয়োজন বর্তমানে ৭৩টি দেশ অন্তর্ভূক্ত রয়েছে। সরকারের সহযোগিতা পেলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে পেঞ্চাক সিলাত এর মাধ্যমে নতুন মাত্রা যোগ হবে।