আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী :
একজন সরকারী চাকুরীজীবির সারা জীবনের সঞ্চিত অর্থ থেকে অবসর জীবনে পেনশন পায় ! যে অর্থ আগে কেটেনিয়েছে আর এখন বাজেট সল্পতার অজুহাতে পেনশন বন্ধ থাকলে সেই পেনশন নির্বর মানুষগুলোর পরিবারের কি অবস্থা হয় ভাবতে পারেন ?? ঈদ আসছে সকলেই খুশি সকল সরকারী চাকুরিজীবীরাই ইতোমধ্যে বেতন বোনাস পেয়েগেছেন । কিন্তু দুঃখের বিষয় বিটিসিএল (সাবেক টিএন্ডটি) প্রতিষ্ঠানের পেনশনভোগীদের পেনশন বোনাস কিছুই হয় নাই বাজেট সল্পতার অজুহাতে । এ প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার দৈনিক অর্থনীতির খবরকে মোবাইলে জানান যে বিটিসিএল একটা আলাদা কোম্পানি তাদের বাজেট না থাকলে কিভাবে পেনশন দিবে ? বিটিসিল উনার মন্ত্রণালয়ের আন্ডারে আছে জিজ্ঞেস করলে মন্ত্রী জানান মন্ত্রণালয় হওয়া আর কোম্পানি হওয়া এক না , বিটিসিএল এর বোর্ড আছে দায়দায়িত্ব বিটিসিএলের। এবং উনার কিছু করার নাই বলে দায় সারা উত্তর দেন। এই সব পেনশনভোগীরা খুব মানবেতর জীবন যাপন করছে । সকল পেনশনভোগী এই সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ।