
সায়েদ এভিয়েশন সার্ভিসেস এর উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে …
নিজেস্ব প্রতিবেদক :
আজ রবিবার ১১ মে ২০২৫ সায়েদ এভিয়েশন সার্ভিস এর পক্ষ থেকে সম্মানিত হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সায়েদ এভিয়েশন সার্ভিসেসের স্বত্বাধিকারী আলহাজ্ব আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও আশরাফুল আলম নোবেল পাটোয়ারীর সঞ্চালনায় বিশিষ্ট আলেমে দ্বীন প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহসিন উদ্দিন,খতিব, বায়তুল্লাহ জামে মসজিদ আফতাব নগর, মাওলানা জাকির হোসেন, মাওলানা রুহুল আমিন কাসেমী, মুফতি এহজহারুল ইসলাম, ডাক্তার মীর মঞ্জুর মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ প্রমূখ। বক্তারা হজের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ।
কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ এজহারুল ইসলাম মুহতামিম ও শাইখুল হাদিস জামেয়া সৈয়দ ফজলুল করিম হাসানিয়া কেরানীগঞ্জ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১০০ জনেরও বেশি হজযাত্রী অংশগ্রহণ করেন।
তারা হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অংশগ্রহণকারী হজযাত্রীগণ প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
সায়েদ এভিয়েশন সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ্ব আবু তাহের চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ হজযাত্রীদের মানসিক, আধ্যাত্মিক এবং ব্যবহারিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞ আলেমগণ জানান হজে যাওয়ার পূর্বে হজ প্রশিক্ষণ নেয়া জরুরি
হজ ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি প্রতিটি সক্ষম মুসলমানের ওপর জীবনে একবার ফরজ। যেহেতু হজ একটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পরিশ্রমের ইবাদত, তাই এই মহান দায়িত্ব পালনের পূর্বে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
হজের তিটি ধাপে রয়েছে নির্দিষ্ট নিয়ম ও সময়।
হজের প্রতিটি আমল নির্দিষ্ট নিয়মে ও শর্তে পালন করতে হয়, যাতে কোনো ভুল হলে ইবাদত অসম্পূর্ণ বা বাতিল হওয়ার আশঙ্কা থাকে। তাই পূর্বপ্রস্তুতি হিসেবে হজ প্রশিক্ষণ শুধু প্রয়োজনই নয়, বরং এটি একটি অপরিহার্য কাজ।
হজের প্রশিক্ষণ একজন হাজীর জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। প্রশিক্ষণের মাধ্যমে একজন হজযাত্রী হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব কাজগুলো সঠিকভাবে জানতে পারেন। ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, তাওয়াফ, সাঈ, আরাফা, মুজদালিফা, মিনায় অবস্থান, শয়তানে পাথর নিক্ষেপ, কুরবানি ও হালক বা কসর, প্রতিটি ধাপে রয়েছে নির্দিষ্ট নিয়ম ও সময়। এই নিয়মগুলো অজানা থাকলে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। বিশেষ করে যারা প্রথমবার হজে যাচ্ছেন, তাদের জন্য এ প্রশিক্ষণ জীবন রক্ষাকারী হতে পারে।