
পতিত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রতিহিংসায় মেধাবীরা প্রমোশন বঞ্চিত, ভূতাপেক্ষ ও সুপারনিউমারী প্রমোশন প্রত্যাশী
নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশে চাকরির বাজারের মেধাবীদের অন্যতম পছন্দের চাকরি ব্যাংকে চাকরি করা। আর সবচেয়ে মেধাবীরা চাকরিতে সুযোগ পায় সোনালী ব্যাংকে। কিন্তু নিয়োগকালীন সময়ের জটিলতায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্য মেধাবী অকালে ঝরে পড়ছে।ফলে ব্যাংকিং সেক্টরে মেধাশূন্য হয়ে পড়েছে। রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে বর্তমানে বেশিরভাগ প্রধান নির্বাহী রূপালী ব্যাংকের ৯৮ সালে নিয়োগপ্রাপ্ত অফিসারগণ। যাদের নিয়োগ হয়েছিল আওয়ামীলীগের ১৯৯৬-২০০১ শাসন আমলে । মেধাবী হওয়া সত্বেও রাষ্ট্রায়ত্ত কোন ব্যাংকে বর্তমানে এমডি কিংবা ডিএমডি পদে সোনালী ব্যাংকের কোন অফিসার নেই। কারণ ১৯৯৪ ও ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত সোনালী ব্যাংকের দুইটি মেধাবী ব্যাচ বিগত সতের বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক রোশানলে পড়ে পদোন্নতি বঞ্চিত হয়েছে বারে বার। তৎকালীন সময়ে সোনালী ব্যাংকের এসব অফিসারগণকে বিএনপি জামাতের ট্যাগ দিয়ে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছিল বলে আজ রাস্তায়ত্ত কোন ব্যাংকে সোনালী ব্যাংকের কোন এমডি বা ডিএমডি পর্যায়ের নির্বাহী নেই। ফলে মেধাবী নির্বাহীর সংকটে কাটছে ব্যাংক পাড়া। বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান নির্বাহী পদে রূপালী ব্যাংকের ৯৮ সালের নিয়োগকৃত কর্মকর্তাগণ। ফলে ব্যাংকগুলোতে সিনিয়র জুনিয়র মিলে একটা ডেকোরাম নষ্ট হয়ে নানান জটিলতা সৃষ্টি হয়ে অস্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটছে। এদের চাকরি হতে অবসরের সময় বেশি হওয়ায় বেশিরভাগ কর্মকর্তা নেগেটিভ ব্যাংকিং করে ফলে বিভিন্ন ব্যাংকে বোর্ডের সাথে কর্মকর্তাগণের জটিলতা সৃষ্টি হচ্ছে । সোনালী ব্যাংকের ৯৪ ও ৯৫ সালের নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাগণ এবার অনেকেই জিএম পদে প্রমোশনের ভাইবা দিলেও প্রতিত ফ্যাসিস্ট সরকারের আমলে গোয়েন্দা রিপোর্ট সংগ্রহের জন্য এদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়। পদোন্নতি বঞ্চিত এই অফিসারগণ সোনালী ব্যাংকের বোর্ড বরাবর ভুতাপেক্ষ ও সুপার নিউমারি পদোন্নতি দেয়ার জন্য আবেদন করেছে। বর্তমান অন্তরবর্তী সরকারের আমলে সচিবালয় সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও অফিসে বিভিন্ন পদে কর্মকর্তাগণকে ব্যাপকহারে সুপারনিউমারি ও ভুতাপেক্ষ পদোন্নতি দিয়েছে। তাই এই সরকারের কাছে সোনালী ব্যাংকের পদ বঞ্চিত অফিসারগণ তাদের প্রতি সুদৃষ্টি দেয়ার কামনা করেছে।দেশের বিশিষ্ট অর্থনীতিবিদগণ মনে করেন দক্ষ যোগ্য ও মেধাবী এই সকল অফিসারদেরকে সুপারনিউমারী কিংবা ভূতাপেক্ষ প্রমোশন দিয়ে যথাযথ স্থানে পোস্টিং দিলে অর্থনীতির গতি বেগবান হবে। ব্যাংকিং সেক্টরে কাজের স্থিতিশীলতা ফিরে আসবে।