খেলা ডেস্কঃ বামাআকফের নিবন্ধনকৃত ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত এর সংস্থা বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর বাংলাদেশ পেঞ্চাক সিলাত জাতীয় দল ১৯তম ওয়ার্ল্ড পেঞ্চাক সিলাত চ্যাম্পীয়নশীপ-২০২২ এ প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে । এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব এএসএম তাহমিদুল হক এর নেতৃত্বে বিভিন্ন ক্যাটেগরীতে চাঁদ মোঃ রকি, মোঃ তৌহিদুল আলম রাকিব, বাসুদেব চন্দ্র বর্মন ও ইসরাত জাহান নওরীন সহ ৫ ( পাঁচ) সদস্য বিশিষ্ট দল স্পন্সর ছাড়াই নিজ খরচে মালাকা, মালয়েশিয়া অংশগ্রহণ করতে যাচ্ছে।
বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত এর কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর মতো ২০ -২৫টি সংস্থাসহ বিভিন্ন মার্শাল আর্ট নিয়ে কাজ করে বিধায় আর্থিক সহযোগিতা করা সম্ভবপর হয় উঠে না। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান “১৯তম ওয়ার্ল্ড পেঞ্চাক সিলাত চ্যাম্পীয়নশীপ-২০২২ এ অংশগ্রহণের উদ্দ্যোগ ও অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের; খেলায় অংশগ্রহণের নিমিত্তে স্পন্সর ও আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন জানালেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। ঋণ ও একক বক্তি বিশেষ সহযোগিতার মাধ্যমে এ দল অংশগ্রহণ করছে। আর্থিক ব্যবস্থাপনার পিছনে সংগঠক ও খেলোয়াড়দের বেশী সময় ব্যয় হয় বিশেষ করে এরকম মার্শাল আরর্ট খেলোয়াড়দের। অথচ অন্যান্য ক্রীড়ার পাশাপাশি বিভিন্ন মার্শাল আর্ট সময় অসময়ে দেশের সুনাম অক্ষুন্ন রেখে আসছে। পেঞ্চাক সিলাত মার্শাল আর্টি এশিয়ান গেমস, সী-গেমস এবং রোড টু অলিম্পিক পর্যায়ে এর একটি প্রাচীন মালয় ও ইন্দোনেশিয়ার ঐতিহ্যাবহী ক্রীড়া ও আত্মরক্ষার কৌশল। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হাসান উজ জামান মনি বীর মুক্তযোদ্ধা এর প্রতিও এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।”