
“নূরুল্যাহ সাঈদীকে অন্তবর্তি সরকারের
উপদেষ্টা করার দাবীতে চট্টগ্রামে মানব বন্ধন”
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বৈষম্যবিরোধী আমজনতার ব্যানারেএক মানব বন্ধন চট্টগ্রামের খুলশিতে অনুষ্ঠিত হয়।মানব বন্ধনের পক্ষ হতে বক্তারা বঙ্গ ভবন ঘেরাও এর আলোচিত ভাইরাল বক্তা,জুলাই বিপ্লবে সম্মানে গনভবনে স্বরচিত কবিতা আবৃত্তিকারী, বৈষম্যবিরোধী ব্যাংকার্স- গ্রাহক জাতীয় কনসোর্টিয়ামের চেয়ারম্যান,বিশিষ্ট্য ব্যাংকার ও লেখক জনাব নূরুল্যাহ সাঈদীকে অন্তবর্তী সরকারের উপদেষ্টা করার জোর দাবী
জানান।অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচী প্রদানের হুঁশিয়ারি প্রদান করেন।উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন জ্বনাব তাসনিম সাঈদী,আতিকুর রহমান ও মোহাম্মদ ইউসূফ প্রমূখ।