
ভূয়া প্রেস রিলিজের তীব্র প্রতিবাদ
গত 02.03.2025 ওবায়দুল কাদের ([email protected]) নামক ইমেইল আইডি হতে আমাদের অফিসের নাম,ঠিকানা ও ফোন নাম্বার ব্যবহার করে এক ভূয়া প্রেস রিলিজ প্রচার করা হয় যেখানে বলা হয় জনাব নূরুল্লাহ সাঈদী তাদের পেড ব্যবহার করে উপদেষ্টা হবার হাস্যকর দাবী প্রচার করছে মর্মে মানহানি ও অত্যন্ত আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়।আমরা উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি। জ্বনাব নূরুল্যাহ সাঈদী দেশের একজন স্বনামধন্য মান্যবর নাগরিক যিনি জীবনের ঝুঁকি নিয়ে জুলাই বিপ্লবে অনন্য ভূমিকা পালন করেছেন, ৫ই আগষ্ট গনভবনে জুলাই বিপ্লবের সম্মানে স্বরচিত কবিতা আবৃতি করে ভাইরাল হয়েছেন এবং বঙ্গভবন ঘেরাও করে বর্তমান স্বৈরাচারী প্রেসিডেন্ট কর্তৃক ইসলামি ব্যাংকের টাকা লুটের সহযোগিতার বিষয়ে বক্তব্য প্রদান করেও ভাইরাল হয়েছেন। বিগত সৈরাচার বিরোধী আন্দোলনে আহত হয়েছেন এবং যিনি ইসলামি ব্যাংকের লুট হওয়া টাকা আদায়ের সোচ্ছার কন্ঠ ও অন্যতম সমন্বয়ক ও বটে।
গতকাল ০২.০৩.২০২৫ রোজ রবিবার দৈনিক অর্থনীতির খবরে দেশের বর্তমান পরিস্হতির উপর তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যা পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছে।তিনি ইসলামি ব্যাংকের একজন স্বনামধন্য এক্সিকিউটিভ, বিশিষ্ট কবি, লেখক এবং বৈষম্য বিরোধী ব্যাংকার-গ্রাহক জাতীয় কনসোর্টিয়ামের চেয়ারম্যান। আমরা মনে করি তিনি আমাদের জাতীয় সম্পদ। এ মহান ব্যক্তিকে আমরা উপদেষ্টা করার দাবী তুলছি যা ইতিমধ্যে গনদাবীতে পরিনত হয়েছে এবং বিষয়টি দেশের নীতিনির্ধারকদের বিবেচনায় আছে বলে ও আমরা মনে করি। তার বিরুদ্ধে এ জাতীয় ভূয়া প্রেসরিলিজ প্রদানকারী হাসিনা স্বৈরাচারের দোসর ও ইসলামি ব্যাংকের টাকা লুটের অন্যতম দোসর ও সহযোগী।আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ব্যাংক লুটকারী স্বৈরাচারের কোন দোসরের শেষ রক্ষা হবেনা ইনশাআল্লাহ!
উক্ত প্রেস রিলিজ প্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে।উক্ত প্রতিষ্ঠান আমাদের এবং নাম, ঠিকানা ও ফোন নাম্বার ও আমাদের নিজস্ব।উপরন্তু উক্ত ভূয়া প্রেস রিলিজ প্রচারকারী আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও ফোন নাম্বার নকল করে ভূয়া প্রেস রিলিজ প্রচার করেছে যা আইনত দন্ডনীয় অপরাধ।উদ্দেশ্য প্রনোদিতভাবে জ্বনাব নূরুল্লাহ সাঈদী মহোদয়ের সম্মান নষ্ট করার জন্য তিনি একাজ করেছেন যা তার বক্তব্যে স্পষ্ট। সংশ্লিষ্ট সবাইকে এ ভূয়া প্রেস রিলিজ প্রচারকারী হতে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনুরোধে,
প্রচার বিভাগ
বৈষম্য বিরোধী আমজনতা
(বৈষম্যবিরোধী একটি সামাজিক সংগঠন)
০১৩২৪৫৩৫৭০৯,০১৬২৭৭০২৬৯২