
০৫ আগষ্টের পর চাঁদাবাজী মদ নারী নিয়ে বেপরোয়া ফুলছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক নান্টু
এলাকায় সমালোচনায় ঝড়:
সংবাদ দাতা গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক নজরুল ইসলাম নান্টুর মদ্যপ অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সাঘাটা–ফুলছড়ি গাইবান্ধা -০৫ আসনের সাধারন জনগনের মাঝে। খোজ নিয়ে জানা গেছে ০৫ আগষ্টের পর বেপরোয়া ভাবে চাদাবাজী তে জড়িয়ে পড়েছে নজরুল ইসলাম নান্টু এবং ফারুক মিয়া সহ যুবদলের বর্তমান মেয়াদ উত্তীর্ন কমিটির নেতারা। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না চরবেষ্টিত উপজেলার মুচি দোকান পর্যন্ত। পটপরিবর্তনের পরপরই আওয়ামী ফ্যাসিষ্টের সুবিধাভোগী এবং পরবর্তী অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান কারী নাহিদুজ্জামান নিশাদের টাকায় নদী থেকে বেপরোয়া ভাবে বালু উত্তোলন ব্যবসা শুরু যুবদলের মেয়াদ উত্তীর্ন কমিটির আহব্বায়ক নজরুল ইসলাম নান্টু এবং সদস্যসচিব ফারুক মিয়া। কথিত আছে ফারুক কন্চিপাড়া বাজারে মুচি দোকান থেকে দৈনন্দিন ৫০ টাকা করে নেয়। নান্টু ও ফারুকের শেল্টার দাতা নব্য বিএনপি নেতা নিশাদ দলে যোগদান করার পর থেকেই।উল্লেখ্য যে উক্ত নাহিদুজ্জামান নিশাদ এর আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে ফুলছড়ি থেকে নান্টু-ফারুক-লিংকন গং এবং সাঘাটা থেকে লাবু-আজাদ-মৃদুল গং যাতে করে ব্যাপক হারে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন এলাকার সাধারন বিএনপি নেতাকর্মী রানান্টু এহেন জঘন্য কার্যক্রমের বিচার চেয়ে ফেসবুক অন্তত ১০০ জন ত্যাগী নেতাকর্মী পোষ্ট দিয়েছে।